এ সমাধান দিতে পারবে একমাত্র কুরিয়ার সার্ভিস, নিছে কিভাবে চায়না থেকে কুরিয়ারে পন্য আমদানি করতে হয় এ বিষয়ে বিস্তারিত অলোচনা করা হয়েছে।
আন্তর্জাতিক কুরিয়ার গুলি যেমন DHL, FedEx, TNT, UPS, ARAMEX, SkyNet ইত্যাদি কুরিয়ারে বিশ্বের যে কোন দেশ থেকে যে কোন পরিমান পন্য বাংলাদেশে নিয়ে আসা যাবে ৷ এজন্যে আপনার কোন আমদানী লাইসেন্স দরকার হবেনা ৷ প্রথমে আপনাকে চায়না থেকে পন্য আমদানি যে সাপ্লায়ার থেকে করবেন তার সাথে যোগাযোগ করুন, আমাদের দেশের অধিকাংশ লোক আলিবাবা থেকে পন্য আমদানি করে থাকে, তবে কিছু ব্যবসায়ী সরাসরি সৌরসিং করে সাপ্লায়ার এর সাথে সরাসরি কথা বলে । তারপর কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পন্য আমদানি করবেন এ বিষয়টি সাপ্লায়ারকে বলুন। এবং সাপ্লায়ার কত দিনে পন্য পাঠাবে সঠিক ভাবে জানতে হবে। কুরিয়ারে পন্য আমদানী করতে আপনাকে সাপ্লায়ারকে কুরিয়ারের খরচ পন্যের মুল্যের সাথে প্রদান করতে হবে ৷
চায়না থেকে পন্য কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আমদানি করতে কিভাবে ডকুমেন্ট লিখতে হবে??
আপনার যদি কোন কিছু না থাকে শুধু ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে সাপ্লায়ারকে বলতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম যেন ম্যানিফেষ্ট আর এয়ারওয়েবিলে দেয় ৷ সাথে আপনার ডকুমেন্ট রিসিভের ঠিকানায় সেম দেয় ৷ কোন ভাবেই ম্যানিফেষ্টে এক নাম আর এয়ারওয়েবিলে আরেক নাম ঠিকানা দিবেন না। কারন এটা করলে ডকুমেন্ট ছাড়াতে খুব কঠিন ও ব্যায়বহুল হবে ৷ এছাড়া আপনার যদি ভ্যাট রেজিট্রেশন করা প্রতিষ্ঠান থাকে তবে হুবহু সেই প্রতিষ্ঠানের নামে আমদানী করতে পারবেন ৷ এক্ষেত্রে পন্য কাস্টম ক্লিযারেন্স করার সময় ভ্যাট নাম্বার দিতে হবে ৷
কি পরিমান ট্যাক্স আসতে পারে ?
কুরিয়ারে পন্য আমদানী করলে ট্যাক্স ইন্টারনেট ভ্যালুর ৩ ভাগের ১ ভাগের উপর ধরা হবে ৷ যেমন আপনার পন্যটি ইন্টারনেটে ৯০ টাকা ভ্যালু পাওয়া গেলে ট্যাক্স ধরা হবে ৩০ টাকার উপর ৷ কিন্তু এক্ষেত্রে এই ভ্যালু যদি ডিক্লার ভেলুর চেয়ে কম হয় তবে ডিক্লার ভেলুই গন্য করা হবে ৷ যদি আপনি ১০০ ডলারের পন্য ১০০ ডলার ই এয়ারওয়েবিলে ঘোষনা দিয়ে আমদানী করেন তবে ১০০ ডলারের উপরই ট্যাক্স ধরা হবে ৷
তবে পন্যের মুল্য যাই হোক ৫ ডলারের কমে কোন পন্যের ভ্যালু ধরা হয় না ৷ আপনি যদি ফ্রী স্যাম্পল ও নিয়ে আসেন যা বাজারে ১ ডলারের ভ্যালু নাই, তাহলেও ৫ ডলার ধরা হবে ৷ এ বিষয় আমাদের থেকে পরামর্শ নিতে এই পেইজে ক্লিক করুন - Double S Express Bangladesh
কুরিয়ারের ফি কেমন হবে ?
কুরিয়ারের চার্জ কেজি প্রতি ১০ ডলার থেকে ২৫ ডলার ৷ কুরিয়ারে ভেদে চার্জের প্রকারভেদ ভিন্ন হয় ৷ তবে পন্যের ওজন যতি বেশি হবে রেট তত কম হবে ।
কুরিয়ারে কত দিন সময় লাগে ?
সাধারনত ৩-৪ দিন সময় লাগে বিশ্বের যে কোন দেশ থেকে কুরিয়ারে পন্য আমদানী করতে ৷
ট্যাক্স কিভাবে কমানো যাবে ?
আপনি যদি ফ্রি স্যাম্পল নিয়ে আসেন তবে সাপ্লায়ারকে বলবেন ইনভয়েসে "No Commercial Value " লিখে দেয়ার জন্যে ৷ ডিক্লার ভেলু যে কোন কিছু লিখে দিতে ৷ পরে কাষ্টমস ইন্টারনেটের ভ্যালু অনুযায়ী ট্যাক্স ধরে নিবে ৷
পন্যের ডকুমেন্ট হাতে পাওয়ার পর পন্যের কাস্টম ক্লিয়ারিং করাতে দেরি করবেন না ৷ না হলে প্রতিদিন আপনার ওয়্যারহাউজ চার্জ বেড়ে তিন চার গুন হয়ে যাবে ৷ আর ডকুমেন্ট নিয়ে চার পাচ জনকে দিয়ে দরাদরি করতে যাবেন না ৷ এতে পন্য ছাড়াতে প্রবলেম হতে পারে ৷
কাস্টম ক্লিয়ারিংঃ
কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিয়ে আসা পন্যের কাস্টমস ক্লিয়ারিং করতে হবে। আমাদের সার্ভিস সর্বদা আপনাদের পাশে আছে ৷ Double S Express Bangladesh
পন্য বাংলাদেশে আসার পর কুরিয়ার সার্ভিস গুলি আপনাকে ফোন করবে। তারা কাস্টমস ক্লিয়ারিং করে দিবে কিনা এ বিষয়ে জানতে চাইবে। তারা যেহেতু অনেক পন্য ক্লিয়ারিং এর কাজ করে তাই তাদের পন্য কাস্টমার ক্লিয়ারিং করতে দেরি হতে পারে। এবং কাস্টমস কোন ঝামেলা করলে আপনার উপর এর দায় ছেড়ে দিতে চাইবে এবং অনেক বেশি টাকা চাইবে তখন আপনার কিছু করার থাকে না। আপনি চাইলে তাদের থেকে ডকুমেন্ট নিয়ে আমাদের দিতে পারেন। যে কোন পেপার কন্টাক্ট করে বের করে ৷ প্রথমে যে রেট দিব ক্লিয়ারিং করতে পন্য আপনি হাতে পেয়ে তাই দিবেন । সরাসরি ডকুমেন্ট দিতে পারেন ৷ আমরা দুই কর্মদিবসে কাস্টম ক্লিয়ারিং করার ব্যবস্থা করে দিবো । কেউ অযথা নক করবেন না ৷
WhatsApp only: 01931125727